২০১৭ সালে একজন মানুষের স্বপ্ন থেকে প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর যাত্রা শুরু। প্রথমে পারিবারিক সঞ্চয় থেকে নিজেদের মধ্য আদান প্রদানের শুরু। তারপর পরিবার থেকে আত্মিয়সজন, আত্মিয়সজন থেকে পাড়া প্রতিবেশি, তারপর গ্রামের দুই একজন করে সদস্য হতে হতে আজ প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিঃ একটি ডিজিটাল সমিতিতে রূপ নিচ্ছে।