
সঞ্চয়ে সমৃদ্ধ হবে আগামীর পৃথিবী এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের ২১-এ সেপ্টেম্বার পারিবারিক ভাবে প্রজাপতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিঃ
এর যাত্রা শুরু । প্রথমে পারিবারিক সঞ্চয় থেকে নিজেদের মধ্য আদান প্রদানের শুরু। তারপর পরিবার থেকে আত্মিয়সজন, আত্মিয়সজন থেকে পাড়া প্রতিবেশি,
এর পর গ্রামের দুই একজন করে সদস্য হতে হতে আজ প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিঃ একটি ডিজিটাল সমিতিতে রূপ নিচ্ছে। মানুষকে সঞ্চয় মুখি করাই আমাদের উদ্দেশ্য ।