গ্রামঃ পালোড়া, পোঃ বংখুরী , মানিকগঞ্জ | রেজিস্ট্রেশন নম্বর:
বরাবর,
চেয়ারম্যান / সেক্রেটারি
প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
পালোড়া , মানিকগঞ্জ
জনাব স্যার / মেডাম
আমি প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য পদের জন্য আবেদন করছি | আমার বিবরণ নিচে উল্লেখ করা হলো :
সমবায় সমিতি আইন ২০০১ ও সমবায় সমিতির বিধিমালা ২০০৪ এর নিধন অনুযায়ী অত্র প্রজাপতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামে পরিচালিত হয়ে আসছে অত্র ক্রেডিট এর কর্ম এলাকার প্রাপ্ত বয়স্ক ১৮ বৎসর বয়স পূর্ণ হয়েছে ও ব্যবস্থাপনা কমিটি কতৃক অনুমোদন প্রাপ্ত হলেই নির্ধারিত ফি প্রদান পূর্বক সদস্য পদ গ্রহণ করতে পারবেন |
১| ১৮ বছর থেকে ৬৫ বছর সকল ধর্ম , বর্ণ, জাতি-গোষ্ঠীর যে কেউ সমিতির সদস্য পদ গ্রহণ করতে পারবে |
২| সাধারণ সদস্য পদের ক্ষেত্রে ভর্তি ফি ও আনুসাঙ্গিক খরচ বাবদ ৫০ টাকা , শেয়ার বাবদ ১০০ টাকা এবং সঞ্চয় বাবদ ১০০ টাকাসহ সর্বমোট ২৫০ টাকা এককালীন প্রদান করতে হবে |
৩ | সাধারণ সদস্য পদ লাভের পর সদস্য কে প্রতি বছর কমপক্ষে ১টি শেয়ার বাবদ ১০০ টাকা ক্রয় করিতে হবে |প্রতি মাসে কমপক্ষে ১বার সাধারণ সঞ্চয় জমা করতে হবে | কোন কারণ বসত পর পর ৬ মাস জমা না দিলে হিসাব টি বন্ধ হয়ে যাবে | পুনরায় হিসাব টি চালু করতে লিখিত আবেদন সহ ৫০ টাকা ফি প্রদান করতে হবে |
৪ | প্রজাপতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এ টাকা জমা পূর্বক সদস্য পদ গ্রহণ করা হলে সকল ধরণের সদস্যকে নির্ধারিত পাশবহি সরবরাহ করা হবে এবং সাধারণ সদস্য কে একটি পরিচয় পত্র প্রদান করা হবে |
৫ | এই পরিচয় পত্র প্রজাপতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এ সদস্যের সকল প্রকার অধিকার প্রয়োগের ক্ষেত্রে ( যেমন : বার্ষিক/বিশেষ সাধারণ সভায় যোগদান ,ঋণ গ্রহণ,ভোট প্রদান সেমিনারে অংশগ্রহণ ইত্যাদি ব্যবহার প্রযোজ্য হবে|
৬ | উপরোক্ত নীতিমালা ছাড়াও সদস্য পদ সংক্রান্ত সমবায় আইন ও প্রজাপতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপআইন এর প্রযোজ্য ধারাসমূহ যথাযথ ও আবশ্যক ভাবে অনুসরণীয় ও অনুকরণীয় হবে |
৭ | এ নীতিমালার প্রয়োজনে যে কোনো সংশোধনী আনয়ন ও বাস্তবায়নের ক্ষমতা প্রজাপতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড কমিটি সংরক্ষণ করে|
৮| সদস্য পদ প্রত্যাহার করতে চাইলে ৩০ দিন পূর্বে লিখিতভাবে আবেদন করতে হবে | কোনো ধরণের প্রতিবন্ধিকতা না থাকলে ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে সদস্য পদ প্রত্যাহার করা যাবে এবং শেয়ার হস্তান্তর করা যাবে সদস্য পদ হস্তান্তর ফি ১০০ টাকা|
আমি এই মর্মে ঘোষণা করছি যে : আমি অত্র ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপবিধি নিজে পাঠ করছি/পাঠ করে শুনানো হয়েছে এবং আমি উপবিধি ও এর সকল নিয়ম এবং সংশোধনী মেনে চলবো |
আমি ঘোষণা করছি যে , উপরোক্ত সকল তথ্য সত্য,সঠিক ও পূর্ণাঙ্গ এবং আমি কোনো তথ্য গোপন করিনি | আমি উক্ত ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এ প্রতি মাসে/সপ্তাহে/বাৎসরিক শর্ত অনুযায়ী টাকা জমা দেব | |