
সদস্য ভর্তি আবেদন
সমবায় সমিতি আইন ২০০১ ও সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর বিধান অনুযায়ী অত্র প্রজাপতি ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে পরিচালিত হয়ে আসছে।
অত্র ক্রেডিটের কর্ম এলাকায় প্রাপ্ত বয়স্ক ১৮ বৎছর বয়স পূর্ন হয়েছে ও ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদন প্রাপ্ত হলেই নির্ধারিত ফি প্রদান পূর্বক
সদস্যপদ গ্রহণ করা যাবে । ১৮ বছর হতে ৬৫ বছরের সকল ধর্ম,বর্ণ,জাতি-গোষ্ঠির যে কেউ সমিতির সদস্যপদ গ্রহণ করতে পারবে ।