
ডাটা সফট 30-07-2019
প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ডাটাসফট-এর তৈরীকৃত অনলাইন সফটওয়্যার Co-op360-এর ৫১ তম গ্রাহক হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সম্পন্ন করলো৷
বর্তমানে ডাটাসফঠ-এর প্রধান কার্যালয় শ্যামলী, ঢাকা ৷
এই চুক্তির মাধ্যমে প্রজাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড তাদের দৈনন্দিন কার্যাবলী ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল অ্যাপের ম্যাধ্যমে সম্পাদন করতে পারবে।
আমারা ডাটাসফট সংস্থাটির অটোমেশন সহযোগী হতে পেরে গর্বিত বোধ করছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।